
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ খেরসন শহর থেকে সেনা সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে বলে শুক্রবার জানিয়েছে রাশিয়া। শহরটিতে অস্ত্র-রসদ সরবরাহ অব্যাহত রাখা যাচ্ছে না জানিয়ে সেনা প্রত্যাহার করা হবে বলে দুই দিন আগেই ঘোষণা দিয়েছিল রাশিয়া। ইউক্রেনের প্রাদেশিক রাজধানীগুলোর মধ্যে শুধু খেরসনই রাশিয়ার দখলে ছিল।
সেপ্টেম্বরে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল খেরসন তার একটি। সেনা সরিয়ে নেওয়ার পরও ওই অঞ্চলকে রাশিয়ার অংশ বলে দাবি করছে ক্রেমলিন।
অনলাইন সামাজিক মাধ্যমে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আজ (শুক্রবার) মস্কো সময় ভোর ৫টার দিকে রাশিয়ার সেনাদের দিনিপ্রো নদীর তীর থেকে সরিয়ে আনার কাজ শেষ হয়েছে। নদীর ডান তীরে একটিও সামরিক সামগ্রী বা অস্ত্র অবশিষ্ট নেই।’
রুশ সামরিক বাহিনীর খেরসন থেকে সরে যাওয়ার ঘটনাটিকে ‘গুরুত্বপূর্ণ বিজয়’ হিসেবে অভিহিত করেছে ইউক্রেনের বাহিনী। তবে একই সঙ্গে তারা সতর্ক মনোভাব দেখিয়ে বলেছে, এটি রাশিয়ার বাহিনীর ফাঁদও হতে পারে।
Posted ৩:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin