সোমবার ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডিআইইউ সিভিল বিভাগের আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন প্রোগ্রাম

ডিআইইউ প্রতিনিধি :   |   শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট

ডিআইইউ সিভিল বিভাগের আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন প্রোগ্রাম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘টেকসই এবং উদ্ভাবনী ধারণা’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ই নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে সকাল ১০ টায় প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু করা হয়। এতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন ব্যাচ থেকে ২৪ টি গ্রুপ অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.গনেশ চন্দ্র সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহম্মেদ শোভন এছাড়াও উপস্থিত ছিলেন ড. মো. সিরাজুল ইসলাম প্রধান, মোহাম্মদ মনজুর
মোর্শেদ, কাওসার আলম, মিদুল মন্ডল, মোহাম্মদ মোস্তফা প্রমুখ।
পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পোস্টার প্রেজেন্টেশনে প্রধান অতিথি এবং বিভাগীয় চেয়ারম্যান সহ সকল শিক্ষকরা পোস্টারগুলো ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্রদের প্রেজেন্টেশন এর মাধ্যমে  সেরা ৩টি পোস্টার নির্বাচিত করেন। যাদের মধ্যে ‘ফায়ার প্রোটেকশন অব স্ট্রাকচার’ টপিক নিয়ে প্রথম স্থান অর্জন করেছে সিভিল ১ম শিফটের ১৭ তম ব্যাচ ,  ‘আর্থকুয়েক রেজিস্টেন্স অব ডিজাইন প্রাকটিসেস’ টপিক নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে ২য় শিফটের ৪২ তম ব্যাচ এবং ‘ইফেক্ট অব সিলিকা অন প্রোপার্টিজ অব কংক্রিট’ টপিক নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ২য় শিফটের ২৭ তম ব্যাচ।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ ধরনের প্রতিযোগিতা ছাত্র ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট কাজ করবে এবং পরবর্তীতে কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবে। এরপর প্রতিযোগীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
Facebook Comments Box
advertisement

Posted ৩:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]