
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
দিনে রিকশাচালক, রাতে ডাকাত! রিকশা চালানোর পাশাপাশি তাদের টার্গেট থাকত কোথায় কোথায় নির্মাণাধীন নতুন বিল্ডিংয়ের কাজ চলছে। রাত হলে তাদের টার্গেট অনুযায়ী নির্মাণাধীন বিল্ডিংয়ের সিকিউরিটির হাত-পা বেঁধে জিম্মি করে রড চুরি বা ডাকাতি করত তারা। তিনটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন করতে মাঠে নামে পুলিশের একটি চৌকস দল। একটি সংঘবদ্ধ ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার নেতৃত্ব দিয়েছেন কোরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দীন কবির।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) আমিনুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গত ৪ আগস্ট রাতে দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা রিভারভিউ এলাকায় এস এম অছিউর রহমানের (৫২) নির্মাণাধীন ভবনে ১০/১২ ডাকাত কেয়ারটেকার মাহবুব ও রড মিস্ত্রী গাজিউর রহমানের হাত-পা বেঁধে সাড়ে তিন টন রড ট্রাকে তুলে ডাকাতরা লুট করে নিয়ে যায়। যার বাজার মূল্য ৩ লাখ ১১ হাজার পাঁচ শ টাকা। একই চক্র দক্ষিণ কেরানীগঞ্জে গত ২০ আগস্ট সাইফুল ইসলামের নির্মাণাধীন ভবনের অভিনব কায়দায় সিকিউরিটির হাত-পা বেঁধে ৫ টন রড ডাকাতি করে নিয়ে যায়। যার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া কেরানীগঞ্জ মডেল থানার মধু সিটি-১ এলাকা থেকে ডা. মো. আব্দুল মতিনের নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারকে বেঁধে অভিনব কায়দায় ৬ টন রড ডাকাতি করে নিয়ে যায়। যার বাজার মূল্য ৫ লাখ ৩৩ হাজার টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় রড ডাকাতির তিনটি মামলা হয়।
Posted ৩:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin