
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর মহাখালী থেকে ‘সরকারবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপি নেতাসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে মহাখালীর এসকেএস টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এসকেএস টাওয়ারে গোপন বৈঠকের তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তারা ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ করতে টাওয়ারের ফুড কোর্টে উপস্থিত হয়েছিলেন।
তিনি আরও বলেন, কাফরুল থানায় একটি মামলা ছিল, সেই মামলায় তারা পলাতক আসামি। গ্রেফতারদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রয়েছেন।
গ্রেফতারদের মধ্যে অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।
Posted ৪:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin