
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিশ্বকাপে দারুণ শুরুর পর ইংল্যান্ডের কাছে হেরে এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপটা আধরাই থেকে গেল ভারতের কাছে। সেমিতে ইংল্যান্ডের কাছে হারের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা তার দলের বোলারদের সমালোচনা করেছেন। তবে এতে চটেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। এবার তিনি রোহিতের পাল্টা সমালোচনা করেছেন।
সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর রোহিত শর্মা তার দলের বোলারদের ওপর আঙুল তুলেছেন, যা মোটেই ভালো চোখে নেননি শেবাগ। এরপর ক্রিকবাজের এক সাক্ষাৎকারে শেবাগ উল্টো রোহিতের সমালোচনা করেছেন।
ভারতের সাবেক এই ওপেনার বলেন, ‘ভারত যদি ভেবে থাকে স্কোরবোর্ডে যথেষ্ট রান তোলার পরেও বোলারদের জন্য হেরে গিয়েছে, তা হলে সেটা মেনে নেয়া সম্ভব নয়। আমরা তো প্রথম ১০ ওভারেই ম্যাচটা হেরে গিয়েছিলাম। আমাদের ওপেনাররা কি দলকে ভালো শুরু দিতে পেরেছিল? এমন মন্থর শুরু কে আশা করেছিল!’
এরপর শেবাগ ভারতের লজ্জার হারের জন্য রোহিত এবং কেএল রাহুলকেই সরাসরি দায়ী করেছেন। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘টপ অর্ডার ব্যাটাররা ১২ ওভার খেলে ৮৮ রান করেছে। তারপর আশা করছে পরের ব্যাটাররা এসে ভয়ডরহীন ক্রিকেট খেলবে এবং ৮ ওভারে ১০০ রান তুলে দেবে! এই ভাবনাটা মোটেও ঠিক নয়। হতে পারে ওই মাঠে গড়ে ১৫০ থেকে ১৬০ রান ওঠে। তাই বলে কেন তার থেকে কিছু বেশি রান তোলার লক্ষ্য থাকবে না। শুরুর একজন ব্যাটার উইকেটে থিতু হয়ে যাওয়ার পরেও কেন গড় রানের মতোই উঠবে স্কোরবোর্ডে। এটাই প্রথমবার নয়। আগেও অনেকবার এই জিনিসটা দেখা গেছে। ওয়াংখেড়ে, ফিরোজ শাহ কোটলা বা চেন্নাইতেও দেখেছি। ১৫০-১৬০ রান করে কি সেমিফাইনালের মতো ম্যাচ জেতা যায়?’
আরও পড়ুন: পানির দরে বিশ্বকাপ ফাইনালের টিকিট বিক্রি করছে ভারতীয়রা
এদিকে নিজের ওপর দোষ না চাপিয়ে অন্য দলের খেলা দেখে শিক্ষা নেয়া উচিত ছিল বলে মনে করেন শেবাগ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ড একভাবে খেলেছিল। সেমিফাইনালেও কি একইভাবে খেলেছে তারা? পারেনি বলেই প্রথম ম্যাচ জিতেছিল আর সেমিফাইনালে হেরে গিয়েছে। তা থেকে শিক্ষা নেয়া উচিত ছিল।’
Posted ৫:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin