
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর উত্তরায় ভবনের ছাদ থেকে পড়ে চিকিৎসাধীন শিশু গৃহকর্মী পপি (১১) মারা গেছে।
রোববার উত্তরা পূর্ব থানার (ইন্সপেক্টর তদন্ত) মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গত ৯ নভেম্বর বিকেলের দিকে ৪ নম্বর সেক্টর এলাকায় একটি ৬তলা বাড়ির ছাদ থেকে পড়ে যায় সে।
মুজাহিদুল ইসলাম জানান, নিহত পপির বাড়ি ময়মনসিংহ নান্দাইল উপজেলা এলাকায়। উত্তরা পূর্ব থানা এলাকার ৪ নম্বর সেক্টরের ঐ ছয়তলা বাড়ির পাঁচ তলায় গৃহকর্তা মাইন উদ্দিনের বাসায় গত দশ মাস ধরে কাজ করছিল।
তিনি আরো জানান, গত ৯ নভেম্বর বিকেলে ঐ বাড়ির ছয় তলা ছাদ থেকে পপি নিচে পড়ে যায়। পরে সেই বাসার লোকজন উত্তরার আইসি হাসপাতালে তাকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাতে মৃত্যু হয় পপির।
পরে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Posted ৬:২০ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin