
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে কলেজের পাশ থেকে কাগজে মোড়ানো ফুটফুটে একদিনের এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিম পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। তবে খোঁজ মেলেনি শিশুটির মা-বাবার।
স্থানীয়রা জানায়, সকালে হাঁটতে বের হন শান্তা ইসলাম নামে এক নারী। কলেজের সামনে পৌঁছলে কান্নার শব্দ শোনেন তিনি। পরে থানায় খবর দিলে নবজাতকটি উদ্ধার করে পুলিশ। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, কে বা কারা একদিনের এ নবজাতকটি ফেলে রেখে পালিয়ে গেছেন। তার প্রকৃত বাবা-মাকে শনাক্তের চেষ্টা চলছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, শিশুটির চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, নবজাতকটির বয়স একদিন বলে ধারণা করা হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থা বেশ ভালো। এরপরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin