
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপের জন্য নিজেদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। যেখানে বড় চমক হিসেবে ইনজুরি থেকে এখনো সেরে না ওঠা সন হিউং মিনকে দলে রেখেছেন কোরিয়ার কোচ পাউলো বেন্তো।
সনের চোখে ইনজুরি থাকলেও বেন্তো জানান, টটেনহাম তারকার জন্য অপেক্ষা করতেও রাজি তিনি। দল ঘোষণার সময় বেন্তো বলেন, ‘এখন আমাদের অপেক্ষা করতে হবে। প্রতিদিন তাঁর চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন পর্যবেক্ষণে রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মতো সময় আছে। সে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠলে এবং সুস্থির বোধ করলে তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
২৪ নভেম্বর প্রথম ম্যাচে কোরিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে। পরের দুটি ম্যাচ ২৮ নভেম্বর (ঘানা) ও ২ ডিসেম্বর (পর্তুগাল)।
দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ দল:
গোলকিপার: কিম সিয়ং গু, জো হিয়ন উ, সং বাম কিউন।
ডিফেন্ডার: কিম মিন ইয়ায়ে, কিম ইয়ং গোন, কোন কুয়াং ওন, চো ইউ মিন, কিম মুন হন, ইয়ুন জং গু, কিম তাই হন, কিম জিন সু, হং চুল।
মিডফিল্ডার: জাং উ ইয়ং, সন জুন হো, পাইক সিয়ুং হো, হং ইন বিওম, লি জায়ে সাং, কোন চাং হুন, ইয়ং উ ইয়ং, লি কাং ইন, সন হিউং মিন, হাং হি চান, না সাং হো, সং মিন কু।
ফরোয়ার্ড: হাং উই জো, চো গু সাং।
Posted ৬:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin