
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পোশাক শিল্পের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে৷ বাজার সম্প্রসারণ ও গ্রাহকের ক্রয় ক্ষমতা বাড়াতে দেশী ব্যবসায়ীদের বৈদেশিক অংশীদার খুঁজে নিতে হবে৷
রোববার (১৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মেড ইন বাংলাদেশ উইক’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিশ্বে দেশীয় পণ্য ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজন করেছে ‘মেড ইন বাংলাদেশ উইক’।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের উন্নয়নে ব্যবসায়ীদের দেয়া সরকারের সুবিধাগুলোর সুফল পাচ্ছে দেশের অর্থনীতি৷
প্রথমবারের মতো ‘মেড ইন বাংলাদেশ উইক’ নামে মেগা আয়োজন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এ সময়ে ঢাকা অ্যাপারেল এক্সপো, শীর্ষ সম্মেলন, বাংলাদেশ ডেনিম এক্সপো, মেড ইন বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, তৈরী পোশাক খাতের কর্মীদের জন্য মাস্টারকার্ড ওয়ালেট চালুকরণ, গ্রিন ফ্যাক্টরি ভ্রমণ এবং ফ্যাক্টরি, ফ্যাশন ও হেরিটেজ এক্সিবিশন করা হবে।
Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin