
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিলসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত চলা ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, ১২ হাজার ৩০৫টি ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ৪ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা।
Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin