
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
নারায়ণগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে মো. সিমন নামে ২৩ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ-বন্দর একেএম নাসিম ওসমান সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিমন পুরাতন সৈয়দপুর এলাকার সালামতের ছেলে। তার মা নিলুফা বেগম গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই খোকন জানান, রাত সাড়ে ১১টার দিকে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে একেএম নাসিম ওসমান সেতুতে ঘুরতে যান সিমন। এ সময় সেতুর মধ্যে মোটরসাইকেলটি ঘোরাতে গিয়ে উল্টে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সিমন মারা যান। আহত হন তার বন্ধু। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
Posted ৩:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin