
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাশিয়া সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে হৃদরোগের কারণে ইন্দোনেশিয়ার বালিতে হাসপাতালে ভর্তি করার খবরের সত্যতা সোমবার অস্বীকার করেছে। জি-২০ সম্মেলন উপলক্ষে লাভরভ বালি গিয়েছেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘লাভরভ সাহেব এবং আমি ইন্দোনেশিয়ার এ খবরটি পড়ছি। আমরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ থেকে মনে হচ্ছে,তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। (হাসির আইকন) এটি আসলেই ভুয়া খবরের সর্বোচ্চ মাত্রা। বেশ একটি বৈশ্বিক বিশেষ খবরের জন্য অপেক্ষা করুন।’
তারপরে মারিয়া জাখারোভা একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে, দৃশ্যত সুস্থ চেহারার সের্গেই লাভরভ একটি টেবিলে বসে আছেন। দৃশ্যটির ভিডিও একটি হোটেলে তোলা হয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস-ও লাভরভের হাসিমুখের একটি সেলফি পোস্ট করেছে। তাস বলেছে, মন্ত্রীই তাদের ছবিটি সরবরাহ করেছিলেন।
ক্রেমলিন আগেই জানিয়েছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আয়োজিত জি-২০ সম্মেলনে যোগ দেবেন না। তার বদলে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন। সূত্র: বিবিসি
Posted ১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin