
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৪ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।
এর আগে গত ১০ নভেম্বর জয়পুরহাটের এক প্রাথমিক সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন জেলার ১৫ শিক্ষক হাইকোর্টে রিটটি দায়ের করেন। আবেদনকারীরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেয়ার নির্দেশনা চান।
Posted ৯:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin