
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিশ্বের প্রভাবশালী ও উদীয়মান শক্তিগুলোর জোট জি ২০ নেতারা ইউক্রেন যুদ্ধের নিন্দা করতে যাচ্ছেন। সম্মেলনের ঘোষণার খসড়ায় মঙ্গলবার এটি দেখা গেছে। এতে বলা হয়েছে, এ যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ভঙ্গুর করে তুলছে। বুধবারের আগে সম্মেলনের চূড়ান্ত বিবৃতি দেখা যাবে না।
রাশিয়া ইতিমধ্যে ঘোষণার কথিত ‘রাজনীতিকরণের ‘ নিন্দা করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে বিশেষভাবে সমালোচনা মুখর হয়েছেন। তিনি দেশটির বিরুদ্ধে ইউক্রেনে ‘বর্বর’ যুদ্ধ চালানোর অভিযোগ করেছেন।
সুনাক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে বলেছেন, তার দেশের উচিত ইউক্রেন থেকে বেরিয়ে যাওয়া। প্রেসিডেন্ট পুতিনের পরিবর্তে লাভরভ বালিতে চলমান জি ২০ সম্মেলনে যোগ দিয়েছেন।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি কোনো জ্যেষ্ঠ রুশ নেতার মুখোমুখি হলেন।
Posted ১২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin