
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই শীর্ষ সম্মেলনে উপস্থিত রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
নরেন্দ্র মোদির কার্যালয় থেকে এক টুইটে ছবি পোস্ট করে জানানো হয়েছে, উষি সুনাকের সঙ্গে আলাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।
বিবিসি জানিয়েছে, তাদের বৈঠকে কী কথা হয়েছে, তা এখনো জানা যায়ন। তবে নরেন্দ্র মোদির সঙ্গে ঋষি সুনাকের সাক্ষাতের পর আলাপ হয়েছে। এর আগে ঋষি সুনাক ক্ষমতায় আরোহণ করতেই তাকে ফোন করে এবং টুইটে শুভেচ্ছা জানিয়েছেন মোদি।
জি-২০ সম্মেলনে দেওয়া ভাষণে ইউক্রেনের পরিস্থিতি থেকে শুরু করে বিশ্বব্যাপী খাদ্যসঙ্কট নিয়ে কথা বলেছেন মোদি। তিনি বলেছেন, আমাদের সকলের উচিত, শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো যত দ্রুত সম্ভব কার্যকর করা। ইউক্রেনের যা পরিস্থিতি, তাতে আমাদের সকলের উচিত ছিল সেখানে যুদ্ধবিরতি এবং শান্তি স্থাপন নিয়ে নিয়ে কোনো সমাধানের পথ বের করা।
Posted ৩:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin