
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো পাঁচজন। এ সময়ে সুস্থ হয়েছেন আরো পাঁচজন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরো ১৬ জন ডেঙ্গুরোগী।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।
তিনি বলেন, জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২১৮ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই।
তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১১, মোহাম্মদ আলী হাসপাতালে ২ ও বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন রয়েছে।
Posted ৮:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin