
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
আর মাত্র ৪ দিন পরই কাতারে পর্দা উঠতে যাচ্ছে টানা অষ্টম বিশ্বকাপ ফুটবলের। এবারো সেখানে খেলতে যাচ্ছে মেক্সিকো। বিশ্বকাপ সামনে রেখে নিজেদের দল ঘোষণা করলো দলটি।
কনকাকাফ বাছাইয়ে গোলপার্থক্যে কানাডার পেছনে থেকে এবারের আসরের টিকিট পায় মেক্সিকো। সে উদ্দেশে ২৬ জনের দল ঘোষণা করলেন মেক্সিকো কোচ টাটা মার্টিনো।
এবারে তাদের গ্রুপটা বেশ কঠিনই বলা যায়। আর্জেন্টিনা ও পোল্যান্ড তাদের প্রতিপক্ষ। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গে আরেক দল রয়েছে সৌদি আরব।
আগামী ২২ নভেম্বর রাত ১০টায় মেক্সিকো তাদের প্রথম গ্রুপ ম্যাচ খেলবে পোল্যান্ডের বিপক্ষে।
মেক্সিকো বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
গুইলারমো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, রডলফ কোটা
ডিফেন্ডার:
কেভিন আলভারেজ, নেস্টর আরাউজো, জেরার্ডো আর্টেগা, জেসুস গ্যালার্দো, হেক্টর মোরেনো, সিজার মন্টেস, হোর্হে সানচেজ, জোহান ভাসকেজ
মিডফিল্ডার:
এডসন আলভারেজ, রবার্তো আলভারাডো, উরিয়েল আন্টুনা, লুইস শ্যাভেজ, আন্দ্রেস গুয়ার্দাদো, এরিক গুতেরেজ, হেক্টর হেরেরা, ওরবেলিন পিনেদা, কার্লোস রদ্রিগেজ, লুইস রোমো
ফরোয়ার্ড:
রোজেলিও ফুনেস মোরি, রাউল জিমেনেজ, হারভিং লোজানো, হেনরি মার্টিন, অ্যালেক্সিস ভেগা
Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin