সোমবার ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপে আমরা ফেভারিট না, ধাপে ধাপে এগোতে হবে।’: মেসি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট

বিশ্বকাপে আমরা ফেভারিট না, ধাপে ধাপে এগোতে হবে।’: মেসি

আর মাত্র ৪ দিন পরই ২০ নভেম্বর কাতারে পর্দা উঠতে যাচ্ছে টানা অষ্টম বিশ্বকাপ ফুটবলের। এবারো ফেবারিট হিসেবে সেখানে খেলতে গেলো মেসির আর্জেন্টিনা।

২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের পর থেকে এ পর্যন্ত আর কোনো ম্যাচে হার নেই লিওনেল স্ক্যালোনির দলের।

৩৫ ম্যাচ অপরাজিত লা আলবিসেলেস্তেরা। আর দুটো ম্যাচ জিতলেই সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটাও নিজেদের করে নেবে মেসির দল।

‘লিওনেল মেসির আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের ফেভারিট’ – ইউরোপ-আমেরিকাজুড়ে এমন কথা শোনা গেলেও খোদ মেসি জানালেন ভিন্ন কথা।

মেসি বলেন, তেমনটা যদি নিজেদের বিশ্বাসও হয়, তাহলে বড় ভুলই করে বসবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা অধিনায়ক সম্প্রতি হোর্হে ভালদানোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন।

মেসি বলেন, ‘আমি মনে করি আমরা একটা ভালো মুহূর্তে আছি এখন। তবে মানুষের পাগলামিতে আমাদের গা ভাসিয়ে দেওয়াটা চলবে না। আমাদের বিশ্বাস করা চলবে না যে আমরা বিশ্বকাপের ফেভারিট। আমাদের বাস্তববাদী হতে হবে, ধাপে ধাপে এগোতে হবে।’

আগামী ২২ সেপ্টেম্বর মেসিদের বিশ্বকাপ মিশন শুরু হবে। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা সেদিন মুখোমুখি হবে সৌদি আরবের।

এরপর ২৭ নভেম্বর মেক্সিকো আর ১ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে মাঠে খেলতে নামবেন মেসিরা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]