
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
আটককৃতরা হলেন মো. নেছার আহম্মেদ রনি ও মো. আরাফাত হোসেন রিপন (২৫)।
গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (১৪ নভেম্বর) দুপুর পৌনে ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানার কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ রনি ও আরাফাতকে আটক করা হয়।
Posted ৬:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin