
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ইউক্রেন রাজধানী কিয়েভে মঙ্গলবার বিকেলের আকস্মিক রুশ হামলা প্রসঙ্গে বলেছে, জি-২০ সম্মেলনে জেলেনস্কির বক্তৃতার জবাবেই রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র হামলা।
প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক টুইট করে বলেছেন, এই ‘বিশাল’ ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে জি-২০ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তৃতার ‘রুশ জবাব’।
তিনি টুইট করে আরো বলেন, ‘কেউ কি মনে করে ক্রেমলিন আন্তরিকভাবে শান্তি চায়? ক্রেমলিন চায় বাধ্যতা। কিন্তু শেষ পর্যন্ত সন্ত্রাসীরা সব সময় হেরে যায়।’
জি-২০ সম্মেলনে জেলেনস্কি মঙ্গলবার ভিডিও লিঙ্কের মাধ্যমে বিশ্বনেতাদের কাছে ‘রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ’ শেষ করার জন্য অনুরোধ করেন। তিনি জোটটিকে জি১৯ (অর্থাৎ জি-২০ থেকে রাশিয়া বাদ) বলে অভিহিত করেন।
এদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরি সাক বলেছেন, রাশিয়া দেশজুড়ে প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, আমি খবর পাচ্ছি যে ইউক্রেনে প্রায় ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’
ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতাও জারি করা হয়েছে।
ক্রিভি রিহের গভর্নর বলেছেন, একটি রুশ টিইউ-৯৫ বোমারু বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নিরপেক্ষ সূত্র থেকে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
Posted ৩:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin