
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বলিউডের সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র ‘হেরা ফেরি’র তৃতীয় সিক্যুয়েল নিয়ে জল্পনা-কল্পনা যেন থামছেই না! বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমাটির কাজ শুরু করার পূর্বেই একের পর এক গুঞ্জনে দ্বিধায় পড়ে যাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি জানা যায়, অক্ষয় কুমার ‘হেরা ফেরি’ থেকে সরে এসেছেন। অক্ষয়ের জায়গায় কার্তিক আরিয়ানকে সিনেমাটিতে নেওয়া হয়েছে। এ নিয়ে অক্ষয় ভক্তদের আক্ষেপ ছিল সীমাহীন। শেষ পর্যন্ত অক্ষয় নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন যে তিনি ‘হেরা ফেরি’তে অভিনয় করছেন না।
এদিকে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন তথ্য দিলেন সিনেমাটির অন্যতম অভিনেতা সুনীল শেঠি। তিনি বলেছেন, কার্তিক আরিয়ানকে অক্ষয়ের ‘রাজু’ চরিত্রে কাস্ট করা হয়নি। সে অন্য চরিত্রে অভিনয় করতে পারে।
বলিউড হাঙ্গামার সাথে একটি সাক্ষাৎকারে সুনীল শেঠি স্পষ্ট করেছেন, কার্তিকের সঙ্গে একটি ভিন্ন চরিত্রের জন্য যোগাযোগ করা হয়েছে। ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিতে অক্ষয় কুমারকে প্রতিস্থাপন করা যাবে না। ‘হেরা ফেরি’তে অক্ষয়ের কোনো বিকল্প নেই। রাজু চরিত্রে আর কাউকেই কাস্ট করা সম্ভব নয় বলেও জানান এই অভিনেতা।
অক্ষয় প্রসঙ্গে তিনি আরো বলেছেন, ‘অক্ষয়কে সিনেমাটিতে ফিরে পাওয়াটাই হবে সবচেয়ে ভালো ব্যাপার। কারণ কেউ তাকে সরাতে পারবে না। নির্মাতারা সম্পূর্ণ ভিন্ন চরিত্রের জন্য কার্তিকের সাথে আলোচনা করছেন, রাজু চরিত্রের জন্য নয়। সুতরাং এ বিষয়ে কোনো তর্কের সুযোগ নেই।’
অক্ষয়ের রাজু চরিত্রের বিষয়ে সুনীল বলেন, “রাজু চরিত্রটি অক্ষয় কুমার ছাড়া আর কারো পক্ষেই করা সম্ভব নয়। অক্ষয়ের শূন্যতা সব সময় থাকবে। শেষ পর্যন্ত কী হয় তা দেখা দরকার। আমি ‘হেরা ফেরি’র বিষয়ে বিস্তারিত জানি না, কারণ আমি আমার আসন্ন সিরিজ ‘ধারাভি ব্যাংক’ নিয়ে ব্যস্ত। তাই অন্যান্য বিষয়ে আলোচনা করার সময় আমার নেই। ১৯ নভেম্বর আমি সকলের সাথে বসব এবং বুঝতে পারব মূল বিষয়টা কী! আমি আক্কি এবং অন্যদের সাথে কথা বলব এবং দেখব কী হয়েছে আসলে।”
Posted ৭:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin