
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে আসবেন বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফাতেহি। সব বাধা পেরিয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি।
ঢাকায় পৌঁছানোর পর নোরা সন্ধ্যায় অংশ নেবেন ওমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।
ডকুমেন্টারির শুটেও বাংলাদেশে আসছেন তিনি। আইসিসিবিতে অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দর্শকের জন্য গেট ওপেন হবে বিকেল ৪টায়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চাইলে অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এতে অংশ নেবেন বাংলাদেশের সেলিব্রেটিরাও।
তিনি বিশ্রাম নেবেন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠান মঞ্চে হাজির হবেন তিনি। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ছাড়বেন বলিউডের ‘গরমি গার্ল’খ্যাত নোরা ফাতেহি।
Posted ৪:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin