বুধবার ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নিজের সঙ্গে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি: অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট

নিজের সঙ্গে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি: অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস। মাঝে বিরতি নিয়ে এখন দুই বাংলায় দাপিয়ে কাজ করে যাচ্ছেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন রয়েছেন মানিকগঞ্জ। সেখানে তিনি নিজের প্রযোজিত চলচ্চিত্র ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং করছেন। সরকারি অনুদানের এ সিনেমা পরিচালনা করছেন বন্ধন বিশ্ব।

‘লাল শাড়ি’ সিনেমায় একজন ডানপিটে মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। নাম শুনেই বোঝা যাচ্ছে কাপড় অর্থাৎ তাঁতশিল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। এতে দেখানো হবে ঐতিহ্যবাহী তাঁতশিল্প, তাঁতিদের জীবন-জীবিকার কাহিনি।

চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন কি না–এমন প্রশ্নের জবাবে সময় সংবাদকে অপু বলেন, ‘নিজের সঙ্গে নিজে চ্যালেঞ্জ নিতে বেশি পছন্দ করি। আমার বাচ্চা হওয়ার পর অনেকেই ভেবেছিল যে আমি হয়তো আর সিনেমায় ব্যাক করতে পারব না। সেই কথাটা অনেকটা ভুল প্রমাণ করতে পেরেছি। তারপর অনেকটা চ্যালেঞ্জিং জায়গা থেকে সিনেমা প্রযোজনা করছি। এটাও অনেকে দেখেছে। এটা আমি আমার সঙ্গেই চ্যালেঞ্জ করেছি। যে আমি কেন পারব না বা আমি পেরে কী কী শিখাতে পারব। কী ভুলত্রুটি শুধরিয়ে কীভাবে একটা ভালো প্রডাকশন হাউস তৈরি করা যায়। সেখান থেকেই বলব যে আমি আমার সঙ্গেই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’

শুটিং দেখতে সেখানে প্রতিদিনই আসছে অনেক মানুষ। অপু বিশ্বাস এমন পরিস্থিতি দেখে অভ্যস্ত। তবে এবার নারী ভক্তদের উপস্থিতি দেখে তার ভালো লাগছে বলে জানান।

গেল ২ নভেম্বর থেকে মানিকগঞ্জে শুটিং চলছে। এরই মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ। ‘লাল শাড়ি’ সিনেমায় অপু ছাড়াও অভিনয় করছেন সাইমন, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, দোয়েলসহ অনেকে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]