
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
চট্টগ্রাম নগরের পতেঙ্গার টোলরোড এলাকায় প্রাইভেটকার উল্টে পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে সি-বিচ টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ইনান, ইউশা, বাপ্পী, সাবিক ও নাবিল।
পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশের গার্ডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ৮:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin