
মোহাম্মদ হাফিজ, পেকুয়া প্রতিনিধি: | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
পেকুয়া বারবাকিয়া ফাঁশিয়খালী সবজীবন পাড়া কমিউনিটি ক্লিনিক নির্মাণ হচ্ছে কোন ধরনের পাইলিং ছাড়া।
ইতিমধ্যে পিলার গুলো হেলে পড়েছে এলাকা বাসি শুরু থেকে প্রতিবাদ করে আসছিল কারণ পুরাতন খালের ভিতর পাইলিং ছাড়া তিন তলা ভবন কখনো টিকে থাকবেনা।
স্থানীয়দের আপত্তির মুখে আইওএম কাজটি বন্ধ করে দিলেও এখন আবার শুরু করেছে।
তবে এটি যেভাবে নির্মাণ কাজ হচ্ছে সত্যি এটি উপকারের চেয়ে অপকার বয়ে আনবে ধারণা অত্র এলাকাবাসীর কেননা এটি ধ্বসে পড়তে পারে । এতে জীবন হানী ঘটতে পারে।
স্থায়ী বাসিন্দাদের দাবি এটি টেকসই ভাবে নির্মাণ হোক যেন জনগণের কল্যাণে আসে। অত্র এলাকা বাসি সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছে
Posted ৩:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin