
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বাংলাদেশের অন্যতম সেরা বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বিজ্ঞাপন নির্মাণের পাশাপাশি নির্মাণ করেছেন নাটক ও চলচ্চিত্র। সম্প্রতি তিনি একটি ছবি তার ফেসবুক পেজে আপলোড করেছেন, যা দেখে বেশ খুশি হয়েছেন ব্রাজিল ভক্তরা।
অমিতাভের পোস্ট করা ছবি দেখে ব্রাজিলিয়ানদের বুঝতে বাকি নেই, এই গুণী নির্মাতা ব্রাজিলের সাপোর্টার।
এবারের বিশ্বকাপ শুধু সাধারণ মানুষ নয়, তারকাদের মধ্যেও উন্মাদনা তৈরি করতে পেরেছে বেশ আগে থেকেই। আর তারই প্রমাণ মিলল অমিতাভের সেই পোস্টে।
পোস্ট করা ছবিতে দেখা যায়, হাস্যরত নির্মাতা ব্রাজিলের জার্সির রং হলুদ, নীল আর সবুজের মিশেলে একটি লুঙ্গি পরে আছেন। তার সঙ্গে শামিল হয়েছেন আরও চারজন।
ছবির ক্যাপশনে লেখা: ‘সবাইকে ব্রাজিলের লুঙ্গি কিনে দিসে। জিতি বা হারি গিট্টু খুলবো না।’ পোস্ট করা এই ছবির সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তারা।
ওই ভিডিওতে ব্রাজিল ব্রাজিল বলে জয়ধ্বনি করতে দেখা গেছে অমিতাভ সহ তার বন্ধুদের। যা ব্রাজিল সমর্থকদের দল বেশ ভারি করেছে, তা বলাই যায়।
Posted ৮:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin