
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
কিশোরগঞ্জের ভৈরব দিয়ে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছেন র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর থানার পলবান্ধা ব্যাপারীপাড়ার সুজা ব্যাপারীর ছেলে মো. মহরম আলী এবং একই জেলার মো. সওদাগর ব্যাপারীর ছেলে মো. রুবেল মিয়া।
জানা যায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৪:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin