
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন আজ শনিবার। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির ৫৩তম সমাবর্তন। এজন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এবং ঢাকা মেডিক্যাল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য।
ঢাবির সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে যান চলাচলেও আনা হচ্ছে কিছুটা নিয়ন্ত্রণ। এবারের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং বিদেশি অতিথিরা থাকবেন বলে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সমাবর্তনের অংশগ্রহণকারীদের সকাল ১১টার মধ্যে মূল প্যান্ডেলে প্রবেশ করতে বলা হয়েছে। সাত কলেজের গ্র্যাজুয়েটদের ১১টা ২০ মিনিটের মধ্যে প্রবেশ করতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
Posted ৩:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin