
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
১৯৬২ সালে ব্রাজিলের পর টানা দুইবার বিশ্বকাপ জিততে পারেনি আর কোনো দল। ফ্রান্সের সামনে এবার সেই সুযোগ। ব্যালন ডি’অর জয়ী করিম বেনজিমাও চান ২০১৮ সালে জেতা বিশ্বকাপটা ধরে রাখতে। ফ্রান্সের বিখ্যাত দৈনিক লেকিপ ও তেলেফুটকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সেই স্বপ্নের কথা। কালের কণ্ঠের পাঠকদের জন্য তুলে ধরা হলো এর চুম্বক অংশ
প্রশ্ন : সর্বশেষ ৬০ বছর টানা দুইবার বিশ্বকাপ জেতেনি কোনো দল। ফ্রান্স কি এবার পারবে পেলের ব্রাজিলের রেকর্ড স্পর্শ করতে?
করিম বেনজিমা : কাগজে-কলমে আমরা এবার ফেভারিট দল। অনেক বিশেষজ্ঞই এগিয়ে রাখছেন ফ্রান্সকে। আমাদের দলের খেলোয়াড়দের বিশ্বাস আছে নিজেদের ওপর। বিশ্বকাপ ধরে রাখার
চ্যালেঞ্জ নিয়েই খেলব কাতারে।
প্রশ্ন : লিওনেল মেসির মতো তারকা ব্রাজিলের সঙ্গে এগিয়ে রেখেছেন ফ্রান্সকে…
প্রশ্ন : আপনার চোটের সর্বশেষ কী অবস্থা?
করিম বেনজিমা : আমি শতভাগ ফিট নই। সামান্য কিছু সমস্যা আছে, তবে সেরে উঠছি ধীরে ধীরে। জিমে কঠোর পরিশ্রম করছি। তবে ২২ নভেম্বর প্রথম ম্যাচের আগে ফিট হয়ে উঠব কি না, সেটা নিশ্চিত নই এখনো।
প্রশ্ন : বিশেষ কোনো দলের নাম বলবেন, যারা কঠিন চ্যালেঞ্জ হতে পারে আপনাদের জন্য?
করিম বেনজিমা : বিশ্বকাপে সব দলই ভয়ংকর। আমরা ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হয়েও পরের বিশ্বকাপ ২০০২-এ বিদায় নিয়েছি সেনেগালের কাছে হেরে। কেউ কি ভেবেছিল জিদানদের সেই বিশ্বজয়ী দলকে হারিয়ে দেবে সেনেগাল? বিশ্বকাপটা এমনই। এই শিরোপা জিততে হলে সব দলের বিপক্ষে খেলতে হবে ফাইনাল মনে করে।
প্রশ্ন : ইউরোপিয়ান দলগুলোর অদ্ভুত এক চক্র চলছে বিশ্বকাপে। শুরুটা ২০০২ সালে আপনাদের দিয়ে। বিশ্বকাপ জিতে পরের টুর্নামেন্ট শুরু করার পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই…
করিম বেনজিমা : এটা সত্যিই ভাববার বিষয়! আমাদের অধিনায়ক হুগো লরি ব্যাপারটা বলেছে সবাইকে। লরি বলেছে আমাদের প্রথম লক্ষ্য নক
আউটে যাওয়া, পরের সবগুলো ম্যাচ তো এমনিই নক আউট। আমার কাছেও ব্যাপারটা তা-ই। বিশ্বকাপ জিততে হলে আগে তো গ্রুপ পর্বের বাধা পার হতে হবে।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin