
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর শ্যামপুরে একটি বাসা থেকে মিতু ফকির নামে এক তরুণী আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. মিরাজকে হেফাজতে নেয়া হয়েছে।
শুক্রবার রাতে শ্যামপুরের করিমুল্লাহবাগ ইস্টার্ন হাউজিংয়ের একটি বাড়ির ৫ম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।
শ্যামপুর মডেল থানার এসআই মো. হাসান জানান, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ থাকায় তার স্বামী মিরাজকে হেফাজতে রাখা হয়েছে। বিস্তারিত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পরিবার সূত্র জানায়, তিন মাস পূর্বে মিতু-মিরাজের বিয়ে হয়। স্বামী-স্ত্রী দুজনই আইনজীবী। মিতুর বাবার নাম মোশারফ ফকির। বাড়ি মাদারীপুরে।
Posted ৬:০২ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin