
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে খেরসন ছেড়ে গেছে রুশ বাহিনী। মুক্ত খেরসন শহরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। দীর্ঘ আট মাস পর স্থানীয় সময় শুক্রবার খেরসনে প্রথমবার কিয়েভ থেকে একটি ট্রেন ছেড়ে গেছে।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনীয় ওই ট্রেনে ২০০ জনের মতো যাত্রী ছিল।
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো টেলিগ্রামে দেওয়া পোস্টে এই ট্রেনযাত্রার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমাদের বিজয়ের ট্রেন এটা। এই ট্রেনের মতো, স্বাভাবিক জীবন ফেরাতে আমরা খেরসনে ফিরে যাবো।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গত ৯ নভেম্বর রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। এর আগে সেপ্টেম্বরে উইক্রেনের কাছ থেকে দখলে নেওয়া চারটি অঞ্চল নিজেদের বলে দাবি করে রাশিয়া। তার মধ্যে খেরসনও ছিল।
রুশ বাহিনী খেরসন ছেড়ে যাওয়ার পর ইউক্রেনীয় সৈন্যরা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। খেরসন শহরে পুলিশ সদস্যরাও মোতায়েন হয়েছেন। বিভিন্ন স্থানে চেকপোস্টও স্থাপন করা হচ্ছে।
সূত্র: সিএনএন।
Posted ৪:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin