
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবল নিয়ে আনন্দের জোয়ারে ভাসছেন ফুটবলপ্রেমীরা। পিছিয়ে নেই শরীয়তপুরের ফুটবলপ্রেমীরাও। তাই আর্জেন্টিনা সমর্থকরা প্রায় ৮০০ মোটরসাইকেল নিয়ে বের করেছেন বর্ণাঢ্য শোভাযাত্রা।
শুক্রবার বিকেলে আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে এ মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শরীয়তপুর সদর উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেয়া আর্জেন্টিনা সমর্থক মেহেদী খান বলেন, আর্জেন্টিনা সবসময়ই পছন্দের দল। এবার কাতার বিশ্বকাপে মেসির পায়ের জাদুতে আর্জেন্টিনা যে সেরা সেটা আবারো দেখিয়ে দেবে বিশ্বকে। আমরা এমনটাই আসা করছি।
আর্জেন্টিনা সমর্থক মো. সুজন মোল্লা বলেন, আর্জেন্টিনা আমাদের প্রিয় দল। ছোটবেলা থেকে এ দলের সাপোর্ট করি। আশা করি আমরা কাতার বিশ্বকাপ মাতিয়ে তুলতে পারবো এবং বিশ্বকাপের ট্রফি মেসির হাতেই উঠবে। তাই আমরা ৮০০ মোটরসাইকেল, কিছু ট্রাক ও পিকআপ নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছি।
Posted ৭:১০ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin