শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই গণির জালে আবারো লাখ টাকার পোয়া

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট

সেই গণির জালে আবারো লাখ টাকার পোয়া

বড় মাছ ধরার জন্য কক্সবাজারের টেকনাফ উপজেলার জেলে গণির বেশ পরিচিতি আছে। তার জালে আবারো ধরা পড়েছে ৪০ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ।

শুক্রবার রাতে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে মাছটি ধরা পড়ে। শনিবার সকাল থেকে মাছটির দরদাম চলছে। এর আগে, ৮ নভেম্বর জেলে গণির জালে ৬০ কেজি ওজনের জোড়া পোয়া মাছ ধরা পড়েছিল। তিনি সাড়ে আট লাখ টাকায় মাছ দুইটি বিক্রি করেছিলেন।

জানা যায়, মাছটি সেন্টমার্টিন বাজারে নিয়ে আসেন গণি। মাছটির দাম পাঁচ লাখ টাকা পর্যন্ত উঠেছে। আরো বেশি দামে বিক্রির জন্য তিনি কক্সবাজার ফিশারি ঘাটে রওনা হয়েছেন।

কালো পোয়া স্থানীয়দের কাছে ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এ বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এজন্যই পোপা মাছের দাম বেশি।

এ বিষয়ে জেলে গণি জানান, রাতে মাছ ধরতে বোট নিয়ে বঙ্গোপসাগরে রওনা হই। জাল উঠানোর সময় দেখি বড় একটি কালো পোপা মাছ। মাছটির প্রাথমিক দাম সাত লাখ টাকা ধরা হয়েছে। দেখি শেষ পর্যন্ত কে কেনেন।

গণি এ পর্যন্ত ছয়টি বড় কালো পোপা মাছ পেয়েছেন। ২০১৮ সালের ১৪ নভেম্বর তিনি ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ বিক্রি করেছিলেন ১০ লাখ টাকায়। ২০২০ সালের নভেম্বর মাসে এসে গণি আবারো পোয়া মাছ পেয়ে ছয় লাখ টাকায় বিক্রি করেন। এছাড়া ৮ নভেম্বর জোড়া কালো পোপা মাছ সাড়ে আট লাখ টাকায় বিক্রি করেন।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর মাছ খুবই সুস্বাদু। পোপা মাছ সাধারণত ৩৫ থেকে ৪০ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর চেয়ে বেশি ওজনের পোপা মাছও পাওয়া যায়। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]