
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল। অ্যামাজনের প্রতিষ্ঠাতা, ধনকুবের জেফ বেজোস মনে করছেন, দরজায় কড়া নাড়ছে অর্থনৈতিক মন্দা। সে কারণে মার্কিনদের উদ্দেশে তিনি পরামর্শ দিয়েছেন, এবারের ছুটির মৌসুমে টিভি, ফ্রিজ কিংবা দামি কোনো কিছু কেনার পরিকল্পনা করে থাকলে আপাতত তা স্থগিত রাখুন। হাতে ‘টাকা’ জমিয়ে রাখুন।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেফ বেজোস বলেছেন, অর্থনীতি যে খাতে বইছে, তাতে সব কিছু ঠিক বলে মনে হচ্ছে না। অর্থনীতির ক্রমাবনতির উদাহরণ হিসেবে তিনি সামনে রাখছেন সাম্প্রতিককালে বড় সংস্থাগুলো থেকে ব্যাপক হারে ছাঁটাইয়ের বিষয়টিকে।
তাঁর পরামর্শ, হাতে কিছু ‘টাকা’ রাখুন। পরিস্থিতির দিকে নজর রাখুন। তারপর বড় কিছু কেনার কথা ভাববেন। বিপদের দিনে এই সঞ্চয় কাজে লেগে যাবে বলে মনে করেন তিনি।
জেফ বেজোসের মতো সফল শিল্পপতির এ ধরনের পরামর্শে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। জেফ বেজোস জানিয়েছেন, তাঁর মোট সম্পদের অর্ধেক তিনি প্রান্তিক মানুষদের জন্য দান করবেন।
সূত্র : এনডিটিভি
Posted ১২:১০ অপরাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin