
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় গোধূলি এক্সপ্রেস নিচে কাটা পড়ে ইলমা আক্তার নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ইলমা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামপুর গ্রামের মামুনুর রশিদের মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ইজামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মহিলা মাদরাসার ছাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ থানার ইনচার্জ (আইসি) সহিদুর রহমান।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকাগামী গোধূলি এক্সপ্রেস নিচে কাটা পড়েন ইলমা। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারে খবর পাঠানো হয়েছে। বিস্তারিত পড়ে জানানো হবে।
Posted ৪:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin