
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশে চলছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। আর এ উন্মাদনায় যোগ দিতে আর্জেন্টিনার পতাকার রঙে নিজের বাড়ি ও প্রাচীর রাঙিয়েছেন কৃষক সোনা মিয়া। সেই বাড়ি দেখতে ভিড় করছে এলাকাবাসী।
সোনা মিয়া যশোরের চৌগাছা ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিবাদমান সাত গ্রামের অন্যতম কমলাপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
কমলাপুর গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয়। গ্রামের বাসিন্দারা বরাবরই ক্রীড়াপ্রেমী। এই গ্রামেরই বাসিন্দা কৃষক সোনা মিয়া। ছোট বেলা থেকেই তিনি আর্জেন্টিনার সাপোর্টার। ২০০২ বিশ্বকাপের সময় থেকে নিজের বাড়িতে ওড়ান আর্জেন্টিনার পতাকা। এবার আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন নিজের বাড়ি।
শনিবার দুপুরে সরেজমিন সোনা মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, একতলা বাড়ি। বাড়ির প্রধান প্রবেশ গেট, বাড়ির প্রাচীর এমনকি রান্নাঘর ও পাকা টয়লেট সবই আর্জেন্টিনার পতাকার রঙে রং করেছেন। বাড়ির প্রবেশ ফটকের ওপরে আর্জেন্টিনা ফুটবল টিমের ছবিসহ প্যানাসাইন। যাতে বিশ্বকাপ ট্রফি নিচ্ছেন লিওলেন মেসি। পাশেই একটি বাঁশের খুঁটিতে উড়ছে আর্জেন্টিনার পতাকা।
সোনা মিয়া বলেন, সামর্থ্য থাকলে কাতারে গিয়ে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচ দেখতাম। সামর্থ্য না থাকায় নিজের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে দুধের সাধ ঘোলে মেটাচ্ছি। আশা করছি আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।
Posted ৭:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin