
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আকাশ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত আকাশের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।
তিনি বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও পাঁচজন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে তিনজন। তবে রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। হাসপাতালের পাঁচটি ওয়ার্ড ও আইসিইউতে তাদের চিকিৎসা চলছে ডেঙ্গুরোগীদের ।
তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় এখানে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।
Posted ৬:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin