বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জলবায়ু সম্মেলন: ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্যে ঐতিহাসিক চুক্তি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ নভেম্বর ২০২২ | প্রিন্ট

জলবায়ু সম্মেলন: ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্যে ঐতিহাসিক চুক্তি

মিসরের শারম আল শাইখে জলবায়ু সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা। জাতিসংঘের ২৭তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে দেশগুলো ক্ষতিপূরণ তহবিলে সম্মত হয়েছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার গভীর রাতে জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ২৭) দেশগুলো এ সম্মতি দেয়। সম্মেলনের রাত্রিকালীন অধিবেশনে খসড়া চুক্তির বিধানগুলো অনুমোদন করা হয়। যার মধ্য দিয়ে ঝড় ও বন্যার মতো জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক ক্ষতিপূরণে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তায় তহবিল গঠনে সম্মতি দেয় ১৯৮ দেশ।

 

‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠন নিয়ে আলোচনা প্রত্যাশিত সময়ের চেয়েও দীর্ঘ হতে শুরু করে ধনী এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে। গত ৯ নভেম্বর শুরু হওয়া জলবায়ু সম্মেলন ১৮ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। বাড়তি দিনে এসে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয় সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, মিসরের শারম আল শাইখে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়েছেন ১৯৮টি দেশের প্রায় ৩০ হাজার মানুষ।

গতকাল চুক্তির সম্ভাবনার কথা জানার পরই উন্নয়নশীল দেশগুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে। সম্মেলনে উপস্থিত হওয়া আফ্রিকার দেশ গিনির প্রতিনিধি আলফা উমর কালোগা বলেন, এটি খুবই অসাধারণ মুহূর্ত। ৩০ বছরের ধৈর্য্য, ৩০ বছরের সংগ্রাম এবং ৩০ বছর ধরে স্বীকৃতি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর পর এটি সম্ভব হয়েছে।

 

চুক্তিটির খসড়া প্রকাশের পর বিবিসি দাবি করেছে, এতে কার্বন নিঃসরণ হ্রাসের বিষয়ে দিক-নির্দেশনার অভাব রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এ বিষয়টি নিয়ে বেশ নাখোশ ছিল। তাত্পর্যপূর্ণ বিষয় হচ্ছে, স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ২৬ সম্মেলনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, কার্বন নিঃসরণ হ্রাসের পরিকল্পনা প্রতি বছর নবায়ন করতে হবে।

কিন্তু কপ২৭ সম্মেলনে সেই প্রতিশ্রুতি রক্ষার মতো কিছু নেই। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতেও কোনো ব্যবস্থার কথা বলা হয়নি। এছাড়া নতুন খসড়া চুক্তিতে কারা, কীভাবে অর্থায়ন করবে- সেই সম্পর্কে কোনো সুনির্দিষ্ট কথা বলা হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৯ অপরাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(205 বার পঠিত)
(190 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]