শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া-ইরান ড্রোন তৈরির চুক্তি করেছে : ওয়াশিংটন পোস্ট

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ নভেম্বর ২০২২ | প্রিন্ট

রাশিয়া-ইরান ড্রোন তৈরির চুক্তি করেছে : ওয়াশিংটন পোস্ট

মস্কো এবং তেহরান একটি চুক্তির অধীনে তাদের প্রতিরক্ষা সম্পর্ক আরো জোরদার করেছে। এই চুক্তির মাধ্যমে রাশিয়ায় ইউক্রেনে ব্যবহারের জন্য ইরানের ডিজাইন করা ড্রোন তৈরি করা হবে। পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে এ তথ্য জানিয়েছেন। এর আগে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার কথা অস্বীকার করেছিল মস্কো ও তেহরান।

সংবাদপত্রটি শনিবার বিষয়টির সঙ্গে জড়িত তিনজন অজ্ঞাত ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে, এই চুক্তির ফলে রাশিয়া নিজস্ব ব্যবস্থায় ইরানের ডিজাইন ব্যবহার করে ড্রোন সংযোজন করতে পারবে। যার ফলে মস্কো তুলনামূলকভাবে সস্তা এবং অত্যন্ত কার্যকর ইরানি ড্রোনের অস্ত্রাগার দ্রুত প্রসারিত করতে সক্ষম হবে। চলতি মাসের শুরুতে ইরানে অনুষ্ঠিত এক বৈঠকে দুই পক্ষ চুক্তিটিতে সম্মত হয়েছে বলে জানা গেছে।

ওয়াশিংটন পোস্ট অনুসারে, মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি) তৈরি করতে ডিজাইন এবং মূল উপাদান স্থানান্তর শুরু করার জন্য রাশিয়া ও ইরান দ্রুত কাজ করছে। কয়েক মাসের মধ্যে উৎপাদন শুরু হতে পারে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, রাশিয়ান বাহিনী আগস্ট থেকে ৪০০টি ইরানের তৈরি অ্যাটাক ড্রোন মোতায়েন করে ‘ইউক্রেনীয় শহরগুলোতে নিরলস বিমান হামলার’ কৌশলকে এগিয়ে নিয়ে গেছে। বিস্ফোরক ভর্তি স্ব-বিস্ফোরণকারী ইউএভিগুলো ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করতে ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে।

 

গণমাধ্যমটি বলেছে, ইউএভি উৎপাদন চুক্তি রাশিয়াকে তার নির্ভুল-নির্দেশিত অস্ত্রের সরবরাহ বাড়াতে সক্ষম করবে। এদিকে ইরানের নেতারা বিশ্বাস করেন, তারা আরো নিষেধাজ্ঞা এড়াতে পারবেন, কারণ ড্রোনগুলো ইরানে সংযোজন করা হবে না।

সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনে কামিকাজি ড্রোন ব্যবহার শুরুর পর ইরান থেকে রাশিয়ায় অস্ত্র সরবরাহের অভিযোগ ওঠে। কিয়েভ জোর দিয়ে বলেছে, জেরান-২ নামে পরিচিত ড্রোনগুলো আসলে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ইউএভি। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দাবি করেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(215 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]