
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
খুলনায় ফায়ারিং প্রশিক্ষণে যাওয়ায় পথে ট্রাকচাপায় মুসাব্বির হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে মহানগরীর দৌলতপুরের মিনাক্ষী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসাব্বির হোসেন কেএমপির সহকারী কমিশনারের (খালিশপুর) বডিগার্ড ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা।
দৌলতপুর থানার ওসি কামাল হোসেন জানান, সকালে ফায়ারিং প্রশিক্ষণে যাচ্ছিলেন মোসাব্বির হোসেন। পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে ট্রাকটি।
Posted ৬:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin