
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে শ্রী বিনয় চন্দ্র মন্ডল নামে এক গোয়ালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার মৈনম ইউপির মধ্য-দুর্গাপুর গ্রামের বাসারের গভীর নলকূপের পশ্চিম পাশের ধান ক্ষেত তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শ্রী বিনয় চন্দ্র মন্ডল একই ইউপির পিরোরি বিলদুধলা গ্রামের মৃত নাটু মন্ডলের ছেলে। তিনি পেশায় গোয়াল ছিলেন।
স্থানীয়রা জানায়, রোববার বিকেলে ঝগড়া মীমাংসার জন্য তাকে ডেকেছিলেন পাশের গ্ৰামে তফসের। সেখানে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে ওই জমির মালিক ধান কাটতে গেলে জমির ভেতরে তার মরদেহ দেখতে পান। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে মরদেহ শনাক্ত করেন।
মান্দা থানার ওসি নুরু-এ-আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin