
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
সোমবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় এ আহ্বান জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতির বক্তব্যে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন অগ্রযাত্রায় উর্ধ্বমুখী গতিতে চলমান, ঠিক তখনই এই স্বাধীনতা বিরোধী অপশক্তি উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এইসব স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান ইনামুল হাসান বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ক্ষমতায় এলে সাধারণ মানুষকে চরম পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তাই আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, একাত্তরের স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তানেরা বর্তমানে আওয়ামী লীগের লেবাস লাগিয়ে আওয়ামী লীগ ধ্বংসের নীল নকশায় মেতে উঠেছে। এই আলফাডাঙ্গায় কোন রাজাকারপুত্রকে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানার লাগিয়ে কোন রাজনীতি করতে দেয়া হবে না।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতের চোখ রাঙানিতে আওয়ামী লীগ ভয় পায় না। ওই বিএনপি- জামায়াত যদি দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তা কঠোরভাবে দমন করবে।
১ নং ওয়ার্ড গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মিয়া বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী তাণ্ডবলীলা, নৈরাজ্যের বিষয়ে দেশবাসী অবগত। দেশের মানুষ তাদের আর চায় না। অতীতের মতো তারা যেনো আর কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে থেকে তা মোকাবিলা করতে হবে।
৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর শেখ বলেন, বিএনপি-জামায়াত বিগতদিনে হরতাল-অবরোধ দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল কিন্তু তা সফল হয়নি। আর ভবিষ্যতেও তাদের কোন ষড়যন্ত্র সফল হবে না। আওয়ামী লীগ তাদের সফল হতে দেবে না।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তারিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলী, গোপালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস্কেন্দার আলম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ১:১১ অপরাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin