শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণসমাবেশের পর বিএনপির কর্মসূচি কী, জানালেন নেতারা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ নভেম্বর ২০২২ | প্রিন্ট

গণসমাবেশের পর বিএনপির কর্মসূচি কী, জানালেন নেতারা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী মাসে বিভাগীয় সমাবেশ শেষে আন্দোলনের গতিতে পরিবর্তন আনতে যাচ্ছে।

এছাড়া বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেন একই কথা।

রোববার (২০ নভেম্বর) সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকারে নেতারা এসব কথা বলেন।

নেতাদের দাবি, এসব কর্মসূচি থেকে সরকার পতনের বার্তা দিয়েছেন জনগণ। এবার জাতীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

আন্দোলনের গতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে প্রশ্ন ছিল দলের নেতাদের কাছে। এমন প্রশ্নের জবাবে তারা জানান, ১০ ডিসেম্বর লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা জানান, সরকার পতনের এক দফা লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচি আরও কঠোর হতে পারে।

এসব বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু সময় সংবাদকে বলেন, এ সম্মেলনগুলো সরকারকে বার্তা দিয়েছে যে, তোমরা ক্ষমতা ত্যাগ কর। ফসল ঘরে কেটে না আনা পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না।

টুকু বলেন, আমাদের আন্দোলনের রূপটা পরিবর্তন হবে সেটা শান্তিপূর্ণভাবে। মহাসচিব ঘোষণা করবেন কী রূপ হবে আন্দোলন। এখন আমরা জাতীয়ভাবে কী প্রোগ্রাম দিবো, সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি।

এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী সময় সংবাদকে বলেন, আন্দোলন থেকে বিপ্লবের রূপ নিয়েছে শান্তিপূর্ণভাবে। সমাবেশে যে জনগণ সমাবেত হচ্ছে, এটিই তো বড় সফলতা।

খসরু বলেন, কঠোরতা তো নির্ভর করবে আন্দোলনের গতি প্রকৃতির ওপর। আন্দোলন তার গতি প্রকৃতি নিজেই বেছে নেয়, অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া হবে। যুগপৎ আন্দোলনে নেমেছি, আমাদের লক্ষ্য একটাই সরকার পতন।

এছাড়া আগামী ১০ ডিসেম্বর থেকেই সরকার বিরোধী সবদলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনের সূচনা হতে পারে বলে মনে করেন দলটির অনেক নেতা।

এরইমধ্যে ১০টি বিভাগীয় সমাবেশের মধ্যে ৬টি সমাবেশ সম্পন্ন করেছে দলটি। এককভাবে কর্মসূচি পালন করে নিজেদের শক্তি জানান দেয়া হচ্ছে বলে দাবি করছেন নেতারা। বিএনপি নেতারা বলছেন, জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না, বিভাগীয় সমাবেশে গণজোয়ার দেখে এমন বার্তা মিলেছে।

এরআগে বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান এক সমাবেশে বলেছিলেন, আগামী ১০ ডিসেম্বরের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কথায় দেশ চলবে। তাই বিএনপির ডেটলাইন ১০ ডিসেম্বর যত সামনে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনীতিতে। ওদিন কী হবে, বিএনপি কী করবে, সেদিকে নজর রাজনৈতিক মহলসহ সর্বসাধারণের।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]