
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাস ছাড়া টিকে থাকতে পারে না। তারা সন্ত্রাসীভাষায় কথা বলছে। সরকার রাজনৈতিক সমস্যার সমাধান না করলে জাতির অস্তিত্ব বিপন্ন হবে। রাজা রাজা ভাব থেকে গণতন্ত্রের সংস্কৃতি নষ্ট করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (২২ নভেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গভীর সংকটে পড়েছে। সেই সঙ্গে দেশকে সংকটে ফেলেছে।
সিরাজগঞ্জের স্থানীয় সংসদ সদস্যের প্রত্যক্ষ মদতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, পুলিশের উপস্থিতিতেই আক্রমণ করা হয়। সে সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। সিরাজগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছে, সে জন্য টুকু ও তার স্ত্রীকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে।
Posted ৬:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin