
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
কাতার বিশ্বকাপের মহারণ শুরু হয়েছে দুই দিন। তবে আসরের মূল লড়াইটা শুরু হচ্ছে আজ। কেননা, আজই আসরে প্রথমবারের মতো মাঠে নামছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা, আজ খেলবেন সবার স্বপ্নের নায়ক মেসি।
এই ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের আগ্রহের কমতি নেই। অবশেষে ফুরোচ্ছে অপেক্ষা আর আগ্রহের পালা। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের সঙ্গে। পূর্ণ শক্তির দলই মাঠে নামাবেন কোচ লিওনেল স্কালোনি। শক্তির বিচারে সৌদি আরবের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা আর্জেন্টিনা এ ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে।
প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বড় ব্যবধানে জয় তুলে নেয়াই হবে এই ম্যাচে আর্জেন্টিনার মূল লক্ষ্য। সেভাবেই কৌশল সাজিয়েছেন দলের কোচ।
সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কাকে দেখা যাবে সেটি নির্ভর করছে দলটির কোচ স্কালোনির উপর। তবে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সৌদি আরবের বিপক্ষে স্কালোনি দলকে খেলাবেন ৩–৪–৩ ফর্মেশনে।
Posted ৭:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin