
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
পিরোজপুরে এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ ডেঙ্গু রোগী। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ১৬ রোগী। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৭৫ জন।
তবে স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি এখনও তাদের নিয়ন্ত্রণে। তবে বিশেষ সচেতনতায় এ রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ সম্ভব।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৪৭৫ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর ছাড়পত্র পেয়েছেন ৪৫৯ জন। এ ছাড়া ভর্তি আছেন ১৬ রোগী।
তিনি আরও জানান, আক্রান্ত রোগীদের বেশির ভাগই মধ্যম বয়সের শ্রমিক শ্রেণির।
Posted ৫:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin