
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ফেনীতে ছাত্রদলের ১৬৯ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ মামলায় পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে মডেল থানায় মামলাটি করেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ মহসিন। এ সময় ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫৫ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহিম হোসেন, যুবদল কর্মী মো. আলাউদ্দিন , ছাত্রদল কর্মী নিজাম উদ্দিন, আবির ইসলাম ও আবদুল্লাহ আল নোমান।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, রোববার মিছিল নিয়ে এসে সড়কে ভাঙচুর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ধাওয়া করে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
Posted ৩:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin