
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
স্বাগতিক হিসেবে লজ্জার বিশ্ব রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে কাতার। কাতারের আগে স্বাগতিক হিসেবে কোন দল পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করেনি। শুরু হওয়া ফিফা ২২তম বিশ্বকাপের উদ্বোধনী ও নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে পরাজিত হয় স্বাগতিক কাতার।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কাতার প্রথম স্বাগতিক দেশ হিসেবে নিজেদের প্রথম ম্যাচে হারলো।
১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপে স্বাগতিক দল হিসেবে নিজেদের প্রথম ম্যাচ হারেনি কোন দল। ৯২ বছরের ইতিহাস ভাঙলো কাতার।
বিশ্বকাপের আগের ২১ আসরে ২২টি স্বাগতিক দেশ নিজেদের প্রথম ম্যাচে হার দেখেনি। ২২টি ম্যাচে স্বাগতিকরা ১৬টি জয় এবং ৬টি ড্র করেছিল।
বিশ্বকাপের ইতিহাসে ২০০২ সালেই এশিয়ায় প্রথম ও শেষবার দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিলো।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin