সোমবার ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শীতের শুরুতেই হাসপাতালে দ্বিগুণ রোগী, মেঝেতে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | প্রিন্ট

শীতের শুরুতেই হাসপাতালে দ্বিগুণ রোগী, মেঝেতে চিকিৎসা

শীতের শুরুতেই পাহাড়ি জেলা রাঙামাটিতে দেখা দিয়েছে ভাইরাসজনিত রোগের প্রকোপ। আক্রান্তের বেশির ভাগই শিশু। হাসপাতালে শিশু ওয়ার্ডে আসনসংখ্যার প্রায় দ্বিগুণ রোগীকে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ৪০-৫০ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে, যা শিশু ওয়ার্ডের ধারণক্ষমতার দ্বিগুণের বেশি। ফলে মেঝে ও রুমে পাতা হয়েছে অস্থায়ী বেড। শিশুরা হঠাৎ করে অসুস্থ হওয়ায় দিশেহারা অভিভাবকরা।

জানা গেছে, ১০০ শয্যার রাঙামাটি জেনারেল হাসপাতালে এক সপ্তাহ ধরে বাড়ছে রোগীর চাপ। জেনারেল ওয়ার্ডে অতিরিক্ত রোগীর কারণে দেখা দিয়েছে আসনসংকট। ফলে হাসপাতালের মেঝেই দেয়া হচ্ছে চিকিৎসা।

রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুলিয়া ভিকারুন জানান, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ার লক্ষণ নিয়ে বেশি শিশু ভর্তি হচ্ছে।

বাড়তি রোগীর চাপ থাকলেও আতঙ্কের কিছু নেই বলে জানান রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর।

তিনি বলেন, হাসপাতালে আসনের চেয়েও তিন গুণ বেশি রোগী ভর্তি আছে। মেঝেও আসন দিতে হচ্ছে।

গত এক সপ্তাহে সাড়ে ৪শ শিশু সুস্থ হয়ে বাসায় ফিরেছে; বর্তমানে ভর্তি আছে ৬০ জন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]