
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার পরিবারের সদস্য এবং আত্মীয়রা তার শীর্ষ পদে থাকার ছয় বছরে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কামার জাভেদ বাজওয়ার স্ত্রী ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরাও হয়েছেন কোটিপতি।
বাজওয়া ছয় বছর দায়িত্ব পালন শেষে আগামী ২৯ নভেম্বর অবসরে যাচ্ছেন। এর ঠিক আগেই প্রকাশ হলো বিস্ফোরক তথ্য। ওই ছয় বছরে বাজওয়ার স্বজনরা অন্তত ১২.৭ বিলিয়ন রুপির মালিক হয়েছেন।
তার স্ত্রী আয়েশা আমজাদ ২০১৬ সালে কোনো টাকাপয়সার মালিক থাকার ঘোষণা না থাকলেও বর্তমানে তিনি ২.২ বিলিয়ন রুপির মালিক হয়েছেন।
ফ্যাক্টফোকাস নামে একটি ওয়েবসাইট থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এটি পাকিস্তানভিত্তিক একটি অনুসন্ধানীমূলক প্রতিষ্ঠান। তারা ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার পরিবারের আর্থিক সম্পদের পরিমাণ এবং সেগুলোর ওপর দেওয়া ট্যাক্সের তথ্য প্রকাশ করেছে।
এই প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যানুসারে পাকিস্তানে ও পাকিস্তানের বাইরে বাজওয়ার পরিবারের জ্ঞাত সম্পদের পরিমাণ ১২.৭ বিলিয়ন পাকিস্তানি রুপি।২০১৮ সালের অক্টোবরে বাজওয়ার ছেলের স্ত্রী মানহুর সাবিরের কোনো সম্পদ ছিল না। মাত্র এক মাসের ব্যবধানে ২০১৮ সালের নভেম্বরে তিনি বিলিয়নিয়ার হয়ে যান। মানহুরের বোন হামনা নাসেরও এক বছরের মধ্যে বিলিয়নিয়ার হয়েছেন
বাজওয়ার বেয়াই সাবির আহমেদের সম্পদও অস্বাভাবিক হারে বেড়েছে। ২০১৩ সালে সাবির মিলিয়নিয়ার থাকলেও কয়েক বছরের ব্যবধানে তিনি বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখান।
সূত্র: এনডিটিভি
Posted ৮:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin